কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় ছয় মাস পর থানায় মামলা হয়েছে এতে কুমিল্লা সদর আসরের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূঁঞাসহ ২৬১ জনকে আসামি করা হয়েছে
বুধবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার মহানগর শাখার সংগঠক মোঃ ইনজামুল হক রানাবাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক এমপি বাহারের নির্দেশে আসামিরা গত বছরের ৩ আগস্ট দুপুর ১২টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এতে বেশ কিছু ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়।