চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে অভিযানের সময় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার গায়িত ঘাট গ্রামের মাখালডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কর্নেল বয়স ৪৩ ও একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আখতার হোসেন বয়স ৫০, একই উপজেলার নতুন ভান্ডার দহ গ্রামের আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম বয়স ৩৫, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হার্ড বোয়ালিয়া গ্রামের ১ নং ইউনিয়ন আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি বজলুর রশিদ বয়স ৬৫, ডামুর হুদা উপজেলা শহরের দশমী পাড়া সাত নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবুল হাশেম বয়স ৫২,জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সামা (৫০) এবং দর্শনা থানাধীন পৌর এলাকার জয়নগর কাস্টমপাড়ার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত আলী (৫২)।