মাদারীপুরের ডাসারে বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলায় সাইফুল ইসলাম বেপারি নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ডাসার ইউপি পরিষদের সাবেক সদস্য. বুধবার বিকেলে তাকে মাদারীপুর জেলা করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম খান্দুলী গ্রামের আব্দুল সাত্তার বেপারী ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা সাইফুল ইসলাম তার কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গত ২০২৩ সালের ১৬ জানুয়ারি ডাসার কাঁঠালতলা বাজারে কটকেল বিস্ফোরণ ও মারামারি করে বিএনপির অফিস ভাঙচুর চালায়। এ ঘটনায় ইউপি সদস্য রুবেল হোসেন বাদী হয়ে ওই সময় ডাসার থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে মাদারীপুর আদালতে আনলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।