রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার লাঙ্গলবাগ আঞ্চলিক সড়কের রুপিয়া হাট মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের নিলয় বয়স ২৪ ও শুভ বয়স ১৮। এদের মধ্যে শুভ উপজেলা সরিষা ইউনিয়নের মোঃ শরিফুল ইসলামের ছেলে ও নিলয় মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের মিলনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে শুভসহ তিনজন একটি মোটরসাইকেলে করে বৃত্তিডাঙ্গার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রুপিয়াট মাদরাসার সামনে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এতে রাস্তার সীমানা প্রাচীরের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শুভ ও নিলয় মারা যান।