লিবিয়ার উত্তরাঞ্চলীয় উপকূলে ইউরোপগামি একটি নৌকা ডুবে পাকিস্তানের ১৬ অভিবাসন প্রত্যাশের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয় লিবিয়া উপকূলের প্রাণ হারানো সকলেই পাকিস্তানের নাগরিক। এখনো ১০ জন নিখোঁজ রয়েছে।
আরো বলা হয় লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর জাওইয়ার মারশা ডেলা বন্দরে এ নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটিতে আনুমানিক ৬৫ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানতে পেরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের সকলেই পাকিস্তানের নাগরিক। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন ৩৭ জন। যাদের ৩৩ জন কে হেফাজতে নিয়েছে লিবিয়ার পুলিশ।
এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। হতাহতদের দ্রুত সনাক্ত করে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন শেহবাজ।