আয়না ঘর পরিদর্শনে গেছেন প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস। বুধবার সকালে দেশি-বিদেশী গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আবার পরিদর্শনে জান তিনি। এর আগে গত ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেয়া হয় দেশী বিদেশী গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস আয়নগর পরিদর্শনে যাবে।
শেখ হাসিনা বলে ২০০৯ থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৬০৫ জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। আরেক পক্ষে বলা হয় ২০১৪ থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে ৪০ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৬৬ জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া যায়। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে আসেন তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন ধারণা করা হয় এসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাঘরে।
অভিযোগ রয়েছে, আয়নাঘরেই বন্দি ছিলেন, অধ্যাপক মোবাশার হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেমসহ অনেকে।