মুন্সিগঞ্জের টঙ্গী বাড়িতে গভীর রাতে থেমে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করা গেলেও দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা হাবিব নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। তার বয়স ১৪ বছর। মঙ্গলবার দিবাগত রাত আড়াই টার দিকে টঙ্গীবাড়ি লৌহজং সড়কের বালিগাও সেতুতে এই ঘটনা ঘটে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নির্বাপন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। বাসের ভেতর নিহত হেলপার ঘুমিয়েছিল, তার পুরো শরীর দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে।