ইউটিউবে সফল ক্রিয়েটর হওয়া যতটা আকর্ষণীয় ঠিক ততটাই পরিশ্রম সাপেক্ষ। কনটেন্ট, আইডিয়া, প্রোডাকশন, এডিটিং, থাম্বনেল, টাইটেল, ইউটিউব সবকিছুতেই দক্ষ হতে হয়। তা না হলে দর্শকদের মন পাওয়া যায় না। চ্যানেলেও কাঙ্খিতভাবে এগোতে পারে না। তবে আশার কথা হলো সঠিক পরিকল্পনা। আর নিয়মিত শেখার মাধ্যমে যে কেউই এগিয়ে যেতে পারে।
আর এই শেখার প্রক্রিয়াকে আরও সহজ করতে বাংলাদেশের প্রথমবারের মতো আয়োজিত হলো ইউটিউব একাডেমি ১.০। ফার্স্ট এবার ইউটিউব ক্রিয়েটর বুট ক্যাম্প যেটি বুধবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
এই বুটক্যাম্পে ৭০ জন উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেন, যেখানে তাদের জন্য ছিল এক্সক্লুসিভ ট্রেনিং সেশন, নানা ওয়ার্কশপ আর অভিজ্ঞদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ। বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের ক্রমবর্ধমান সাফল্যকে আরও এগিয়ে নিতে ইউটিউব এই আয়োজন করেছে। কারণ, বাংলাদেশে এখন ৬০ হাজারেরও বেশি চ্যানেল রয়েছে যাদের ১০ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার; এই সংখ্যাটি দিন দিন বাড়ছে।