ঢাকার আশুলিয়ায় গমাইল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জনের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনের 99% আরেকজনের 95% শ্বাসনালী পুড়ে গেছে এই দুজনকে আইসিইউতে এবং বাকিদের এইচডিও তে রাখা হয়েছে। শুক্রবার রাতে বার্ন ইনস্টিটিউটে আবাসিক সার্জন ডাক্তার শাহিন রহমান এ কথা জানায়।
স্থানীয়রা জানান, গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর আবাসিক ভবনের দ্বিতীয় তলায় সুমন মিয়া তার পরিবার নিয়ে ভাড়া থাকেন। গত রাতে তার ভাই সোহেল রানা পরিবার নিয়ে সুমনের বাসায় বেড়াতে আসেন। পরে শবে বরাত উপলক্ষে রান্না ঘরে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আগুন ধরে গেলে বাসার ভেতরে থাকা শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হন।