পাকুন্দিয়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাহাদিয়া দিকে যাচ্ছিলেন তিন বন্ধু আশরাফুল ইসলাম ফাহাদ, নাইম এবং শাকিল। সিএনজিটি ঢাকা থেকে পাকুন্দিয়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাহাদিয়া পাঠানবাড়ি এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোটরসাইকেল চালক আশরাফুল ইসলাম ফাহাদ নিহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে অবস্থা গুরুত হওয়ায় নাইম, এবং শাকিলকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে শাকিল মিয়া কনস্ট্রাকশন শ্রমিকের কাজ করতো। শনিবার সকালে হাপানিয়া এলাকার আসাদ মিয়ার ভবনের ৪ তলায় কাজ করতে যায়। সেখানে দুপুর ১২ টার দিকে ভবন সংলগ্ন বিদ্যুতের মেইন তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিল মিয়াকে মৃত ঘোষণা করে।