অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ ইউনূসের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে রাজনৈতিক দলগুলো প্রতিনিধিরা। কমিশন গঠনের পর এটি অনুষ্ঠিত প্রথম বৈঠক। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই বৈঠকে চলবে সাড়ে পাঁচটা পর্যন্ত। বৈঠকে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
এরইমধ্যে বৈঠকে যোগ দিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, ইসলামী আন্দোলন, ১২ দলীয় জোট, গণফোরাম, বিজেপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, আম জনতা পার্টি ও লেবার পার্টিসহ বিভিন্ন দল। এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিররুদ্দীন পাটওয়ারির নেতৃত্বেও প্রতিনিধি দল রয়েছে।
বৈঠকে যোগ দেয়ার আগে গণমাধ্যমের সাথে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। ইসলামী আন্দোলনের নেতারা জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট চান তারা। তবে, এতে আপত্তি জানিয়েছেন বিজেপির সভাপতি আন্দালিব পার্থ ও ১২ দলীয় জোট।