ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বর যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত ২৫ জন। শুক্রবার রাত দশটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের নগরকান্দার ভবুক দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মামুন। তিনি জানান, এম এম পরিবহনের একটি বরযাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ২৫ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, বাসটি বরিশাল গৌরনদী কনের বাড়ি থেকে রাজবাড়ীর গোয়ালন্দের উদ্দেশে যাচ্ছিল।