রাজধানীর উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আব্দুর রহমান রাব্বির বয়স ৩৫ এবং তার স্ত্রী কারিমা আক্তার মিম বয়স ৩০.
নিহতদের বন্ধু তানজিলা জানান, তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। গতকাল সোমবার তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজ গেটেই তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম দম্পতি। সেখানে জন্মদিন পালন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে তারা দুইজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।