লাতিন আমেরিকার দেশ বলিভিয়াতে ভয়াবহ বাস সড়ক দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। এখানে বলা হয় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে প্রায় ৮০০ মিটার নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত এবং আরও এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ১০ জন প্রাপ্তবয়স্ক এবং চার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।