ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী ও তার শালককে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে ১১ টার দিকে যশোরের সদর উপজেলা শ্যামল ছায়া পার্ক থেকে তাদের আটক করা হয়। এর আগে সেখানে সালাউদ্দিন মিয়াজী ও তার শালা অবস্থান করছে এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পৌনে এগারোটা পর্যন্ত প্রার্থীকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা পার্কটির প্রধান ফটক ঘিরে ফেলে। এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
স্থানীয়রা আরও জানান, উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। একপর্যায়ে রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করে যৌথবাহিনীর সদস্যরা।