নাইকো দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াসহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। গত ১৩ ফেব্রুয়ারি আসামিদের আত্মপক্ষ শুনানি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায়ের দিন ধার্য করেন আদালত।
এই মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায়বিচার পেয়েছি। এ মামলা করাই হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্ত ও হয়রানি করতে।
এর আগে, গত ৫ ফেব্রুয়ারি এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।