ফিলিস্তিনি ভেবে দুই ইসরাইলি কে গুলি করে হত্যার চেষ্টা করেছে এক মার্কিন নাগরিক। গত রবিবার ১৬ ই ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনাটি ঘটে।
ভুক্তোভোগী ওই দুই ইসরায়েলি সম্পর্কে বাবা-ছেলে। তাদের একজনের কাধে ও একজনের হাতে গুলি লাগে। ওই মার্কিনী চলন্ত ট্রাক থেকে তাদের ওপর হামলা চালায় বলে জানা গেছে।
ইতোমধ্যে মর্ডেকাই ব্রাফম্যান নামের ২৭ বছর বয়সী ওই মার্কিনীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ থেকে গুলি চালানোর কথা স্বীকার করেছে ব্রাফম্যান।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে মুসলিম ও ইহুদীবিদ্বেষ। তারই নতুন উদাহরণ এই ঘটনা।