অমর একুশে বইমেলা ২০২৫ এসেছে সংগীত শিল্পী জয় শাহরিয়ারের বই সুর ছাড়া কবিতারা। বইটি প্রকাশ করেছে আদবপ্রকাশ জয় শাহরিয়ার পরিচিত সিঙ্গার সং রাইটার হিসেবে আজব প্রকাশের কর্ণধার তিনি।
বইটি প্রসঙ্গে তিনি বলেন, গত ২২ বছরে আমার লেখা যেসব কবিতা সুর করা হয়নি, সেগুলোর সংকলন এই বই। সেখান থেকেই বইয়ের নামকরণ– সুর ছাড়া কবিতারা।
জয় আরও বলেন, প্রায় ১৩ বছর পর প্রকাশিত হলো তার লেখা কবিতার বই। ‘সুর ছাড়া কবিতারা’ তার তৃতীয় কাব্যগ্রন্থ। এই বইয়ে ৫৩টি কবিতা রয়েছে।
বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। বইটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৩৯৮-৩৯৯ স্টল থেকে পাওয়া যাবে।