যশোরের ঝিকরগাছা নিজেদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী। বুধবার সন্ধ্যায় উপজেলার পানি ছাড়া ইউনিয়নের কাউরিয়া রাজাপুর গ্রামের এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ দম্পতি হীরা দাস বয়স ৪০ এবং তার স্ত্রী প্রভাতী দাস ৩৫ গ্রামের বাসিন্দা।হীরা দাস পেশায় একজন পরিচ্ছন্ন কর্মী। পারিবারিক কলহের জের ধরে ঘটে এই ঘটনা ঘটে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা জানায় নিজেদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হিরা দাস ও তার স্ত্রী প্রভাতেই নিজেদের গায়ে কেরোসিন তেল ঢেলে পাঁচ বছর বয়সী ছেলেকে বলে আগুন দিতে। অবুঝ শিশু সে কাজটি করে। এতে মুহূর্তেই অগ্নিদগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দম্পতি। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে নেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে।