সিলেট ছাত্রশিবিরের অতর্কিত হামলায় বাংলাদেশ আনজুমানে তালানেয ইসলামিয়ার এমসি কলেজ শাখার সহ তথ্য প্রযুক্তি সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী গুরুতর জম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থী ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। তিনি ছাত্রাবাসের প্রথম ব্লকের ১১১ নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।
বুধবার দিবাগত রাতে এমসি কলেজে ছাত্রাবাসীর ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমওজি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত রিয়াদের রুমমেট জুনেদ আহমদ জানান, রাতের খাবার শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় দরজায় প্রচণ্ড আঘাতের শব্দ পান। দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে এমসি কলেজ ছাত্র শিবিরের ১০-১২ জন কর্মী রুমে ঢুকে রিয়াদকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দিন। এ সময় তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কী লিখেছিস। কোনো উত্তরের তোয়াক্কা না করেই তাকে চড়-থাপ্পড়, লাথি-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করে নাজমুল ও সালমান।