পটুয়াখালীর বাউফলে বাবা মাকে অজ্ঞান করে দশম শ্রেণী শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে। এতে আটক করা হয় ওই দুই অভিযুক্তকে। ভুক্তভোগী শিক্ষার্থীকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অসুস্থ মা-বাবাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন, সম্প্রতি ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক অপহরণ ও তার প্রতিষ্ঠানে ডাকাতি মামলার আসামি বেল্লাল হোসেন (২৫) ও ফয়সাল আহমেদ (২২)। ডাকাতি অপহরণ মামলায় গত সপ্তাহে জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসেছেন বেল্লাল হোসেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ১১দিকে তাদের ঘরের পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের চোখ মুখে কিছু একটা ছিটিয়া দেয়া হয়। এতে তারা অজ্ঞান হয়ে গেলে তাদের মেয়েকে উঠিয়ে পাশের একটি বিলে নিয়ে নির্যাতন করা হয়। কাউকে কিছু না বলতে হুমকি ধামকি দিয়ে চলে যায় অভিযুক্তরা। ভুক্তভোগী শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বাড়িতে গেলে বাড়ির অন্যরা সজাগ হয়। তখন ওই কিশোরী অভিযুক্ত বেল্লাল ও ফয়সালের কথা বাড়ির লোকজনকে জানান। সারারাত অজ্ঞান থাকার পর সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার মা বাবাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেয়া হয়।