ভারতের তেলঙ্গানায় নির্মাণাধীন একটি টাঁনলের অংশ বিশেষ ধসে তার ভিতরে আটকা পড়েছেন কমপক্ষে ৮ জন শ্রমিক। স্থানীয় সময় শনিবার শ্রী শৈলম ড্যামের পিছনে একটি টানেলে ছিদ্র বন্ধ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময়ের ডেমটি ধ্বসে পড়ে। রবিবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।
বলা হয়, ঘটনার সময় লিকেজ মেরামতের জন্য প্রায় ৫০ জন শ্রমিক ভিতরে ছিলেন। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও, আটজন সুড়ঙ্গের ভিতরে আটকা পড়েছিলেন।
আটকে পড়াদের মধ্যে দুজন প্রকৌশলী, দুজন কারিগরি কর্মী এবং চারজন শ্রমিক রয়েছেন। একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, টানেলটির কমপক্ষে ১০ মিটার ধসে পড়েছে। কমপক্ষে ২শ’ মিটার এলাকায় ছড়িয়ে পড়েছে কাদা। ১৪তম কিলোমিটার পয়েন্টে টানেলের বামপাশের ছাদ বা উপরের অংশ তিন মিটার ধসে গেছে। শ্রমিকরা সেখানে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। চারদিন আগে টানেলটি নতুন করে খুলে দেয়া হয়েছিল।