বর্তমানে উচ্চ করহার বিদ্যমান রয়েছে এমন নিত্য প্রয়োজনীয় বা জরুরি পণ্য ও সেবা খাতে কর কমানোর আভাস দিলেন এনবিআর চেয়ারম্যান। রবিবার সকালে আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন আসছে বাজেটে বেশ কিছু পণ্য ও সেবায় করহারে করাকরি কমানো হবে। সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিন্তে এমন সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে আনুষ্ঠানিকভাবে কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৪-২৮ এর মোড়ক উন্মোচন হয়। সম্মাননা স্মারক প্রদান করা হয় অথরাইজড ইকোনমিক অপারেটর মডিউলে নিবন্ধিত প্রতিষ্ঠান গুলোকে।
প্রধান অতিথির বক্তব্যে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্য সহজিকরণে এইও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রোগ্রাম। এর কার্যক্রম শুরু করতে ১৩ বছর লেগে গেছে, এটা দুঃখজনক।
এ বিষয়ে এনবিআরের ব্যর্থতা স্বীকার করেন চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরে যে চাপ, তা অন্য বন্দর গুলোতে নেই। অসাধু ব্যবসায়ীরা এই চাপের মধ্যে কর ফাঁকির সুবিধা নিচ্ছে। এইও নিবন্ধন বৃদ্ধির মাধ্যমে এ চাপ কমানো সম্ভব। আমরা চাই, বৈধ ও স্বচ্ছ ব্যবসায়ীরা কোনো ধরনের হয়রানি বা জটিলতার শিকার না হোক।