ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে একসঙ্গে দুই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এটি যুদ্ধ শুরুর পর এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি রাশিয়ার বায়বীয় সন্ত্রাস এর নিন্দা করেছেন। পাশাপাশি ইউক্রেনের মিত্রদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন বলে, প্রতিদিন আমাদের জনগণ আকাশ সন্ত্রাসদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
যুদ্ধের এই পর্যায়ে এসে মস্কো বিগত কয়েক মাস ধরে ইউক্রেনে প্রায় রাতের বেলা ড্রোন হামলা শুরু করেছে। জেলেনস্কি বলেন, গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে প্রায় এক হাজার ১৫০টি ড্রোন হামলা করেছে। এছাড়া এক হাজার ৪০০টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের অন্তত ৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।