পাকিস্তানের জেলে বন্দি থাকা ২২ ভারতীয় জেলেকে হস্তান্তর করেছে দেশটি। অবৈধ সীমা লঙ্গনের অভিযোগে তাদের আটক করেছিল পাকিস্তানের নৌবাহিনী। পরে তাতে চালান করা হয় করাচির মালের জেলে।
সম্প্রতি পাকিস্তানের জেলে বন্দী থাকাকালীন এক ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুর খবর প্রকাশে দেশ জুড়ে চঞ্চলের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে পাকিস্তানের জেলে সাজার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তাদের মুক্তি না দিয়ে অবৈধভাবে আটকে রাখে জেল কর্তৃপক্ষ। পরে গত ২২ জানুয়ারি কারাগারের মধ্যেই মারা যান তিনি।
পরে শনিবার সাংবাদিক সম্মেলন করে ২২ মৎস্যজীবীকে মুক্তি দেয়ার ঘোষণা করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সে অনুযায়ী রোববার ভারতীয় ২২ মৎস্যজীবীকে ওয়াঘা সীমান্তে ভারতীয় সেনা প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
চুক্তি অনুযায়ী প্রতি বছর দুই দেশ জানুয়ারি ও জুলাই মাসের প্রথমদিন সাধারণ বন্দি ও মৎস্যজীবীদের তালিকা প্রকাশ করে। চলতি বছর জানুয়ারি মাসে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে পাকিস্তানের জেলে ২১৭ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৪৯ জন সাধারণ বন্দি ছিলেন।