নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। তাদের দেয়া ২৩৭ রানের টার্গেটে ২৩ বল বাকি থাকতে টপকে যায় কিউইরা।
সোমবার রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। এরপর তামিম-মিরাজরা ফিরলে ব্যাট হাতে ব্যর্থ হন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। টপ অর্ডারের চার ব্যাটারকে সাজঘরে ফেরান কিউই স্পিনার মিশেল ব্রেসওয়েল। ব্যক্তিগত ৭৭ রানে নাজমুল শান্ত ফিরলে ১৬৩ রানে ৬ষ্ঠ উইকেট হারায় টাইগাররা। শেষদিকে জাকের আলীর ৪৫ রানে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।
জবাবে প্রথম ওভারেই উইল ইয়াংকে সাজঘরে ফেরান তাসকিন। আর কেন উইলিয়ামসনকে ফেরান তরুণ নাহিদ রানা। ব্যক্তিগত ৩০ রানে কনওয়ে ফিরলেও চতুর্থ উইকেটে রাচিন রাবীন্দ্র আর টম লাথামের সেঞ্চুরির জুটি জয়ের ভীত গড়ে দেয় কিউদের।