কুড়িগ্রাম সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাৎ করার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান আকাশকে অবরুদ্ধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে কলেজের বিজয় ২৪, ছাত্রাবাসর নিচতলায় একটি কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়।
কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সরকারি কলেজের বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কম টাকায় অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের জন্য টাকা নেন আকাশ। এ সময় তিনি কলেজের ৯৮ জন শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা করে নেন। সোমবার তৃতীয় বর্ষের ফরম পূরণের শেষ দিন হলেও আকাশ কারও ফরম পূরণ করেনি। পরে শিক্ষার্থীরা তাকে ধরে এনে কলেজের বিজয় ২৪ হলে অবরুদ্ধ করে রাখে।
কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আতাউল হক খান চৌধুরী জানান, কলেজের দরিদ্র তহবিল থেকে হতদরিদ্রদের সহায়তা করা হয়; কোনো দলীয় সুপারিশে হয় না। ওই ছাত্রদল নেতা দরিদ্র তহবিল থেকে কম টাকায় ফরম পূরণ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে।