ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় তীব্র শীতে কমপক্ষে ৬ নবজাতকের প্রাণ ঘটেছে। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য জানিয়েছে।সংস্থার মুখপাত্র মাহমুদ বাজ্জাল বলেন তীব্র সৈত্যপ্রবাহ এবং গরমের অভাবে আমরা গত সপ্তাহে ছয় নবজাতকের মৃত্যুর রেকর্ড করেছি। এদিকে আবহাওয়াবিদরা বলেছেন যে পূর্ব ভূমধ্যসাগরের তীব্র সৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা ০ ডিগ্ৰী তে নেমে গেছে।
হাসপাতালে নবজাতক শিশুদের প্রাণহানির এই ঘটনা ফিলিস্তিনিদের জীবনযাপনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। ইসরায়েলি যুদ্ধে বিধ্বস্ত এই উপ্যতকার লাখ লাখ মানুষ বর্তমানে তাঁবুতে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেকে ইসরায়েলি বোমায় ক্ষতিগ্রস্ত বাড়িতে অবস্থান করছেন। মধ্যপ্রাচ্যজুড়ে বয়ে যাওয়া তীব্র শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থাও নেই তাদের।
গাজার বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তারা ইসরায়েল ও হামাসের মাঝে সংঘাতের মধ্যস্থতাকারীদের প্রতি ইসরায়েলি বিমান হামলায় গৃহহীন হয়ে পড়া ২ লাখ ৮০ হাজারেরও বেশি পরিবারের জন্য জরুরিভিত্তিতে অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।