ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শয়তানের নিঃশ্বাস ডেভিল ব্রেথ চক্রের সক্রিয় সদস্য জুয়েল নামের একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছে থাকা তিনটি দামি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি এসআই রবিউল ইসলাম।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি আখাউড়া পৌরশহরের তারাগন গ্রামে। তিনি শহরের বাইপাস এলাকার মোটরসাইকেল ওয়ার্শপের মেকানিক।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রাউজান থানার বাসিন্দা মামুন মোটরসাইকেলে রাইড শেয়ারিং করেন। গত ২৭ জানুয়ারি একজন যাত্রী নিয়ে হাটহাজারী উপজেলায় যাওয়ার পথে মোবাইলে কৌশলে বিষাক্ত কেমিক্যাল যা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত ওই রাসায়নিক পদার্থ তার নাকের কাছে ধরে স্মৃতিভ্রম করেন। পরে তার কথামতো মামুন নিজেই প্রতারকের হাতে তুলে দেন তার রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল ও তার ব্যবহৃত মোবাইল ফোন। এরপর দ্রুত সটকে পড়ে প্রতারক।