বৈশ্বিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের উন্নতি লক্ষ্য করা গেছে। ২০২৩ সালে বাংলাদেশের স্কোর ছিল ৪০। গেলো বছর ৪৫ এ দাঁড়িয়েছে। স্কোরের উন্নতির ফলে ২০২৪ সালের স্বাধীনতা সূচকে সবচেয়ে বেশি উন্নতি হওয়া চার দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বের ২০৮টি দেশ ও অঞ্চলের মধ্যে ৬০টিতে রাজনৈতিক অধিকার এবং নাগরিক স্বাধীনতার অবনতি ঘটেছে। তবে এই দুই অধিকারের চর্চার উন্নতি ঘটেছে মাত্র ৩৪টি দেশ ও অঞ্চলে। গত বছর সবচেয়ে বেশি স্কোর হ্রাস পেয়েছে এল সালভাদোর, হাইতি, কুয়েত এবং তিউনিসিয়ার।
অন্যদিকে, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা এবং সিরিয়ায় সবচেয়ে বেশি স্কোর রেকর্ড হয়েছে। এসব দেশে রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতার উন্নতি ঘটেছে। ফ্রিডম হাউসের প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়েছে, এখনও রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার চর্চার ক্ষেত্রে ‘আংশিক স্বাধীন’ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ।