খুলনার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউনিয়ন চেয়ারম্যান গাজী তৌহিদুল ইসলাম তৌহিদকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মধু গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি মাসুদ রানা।
পুলিশ জানায় গত ১৯ শে ফেব্রুয়ারি যুবদল কর্মী জে এম আসিক ইকবাল বাদী হয়ে ডুমুরিয়া থানা একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজারভুক্ত আসামি চেয়ারম্যান তৌহিদ। ২০২৪ সালে ৪ই জুন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে এ মামলা হয়। এছাড়া তার বিরুদ্ধে এক নারীকে ধর্ষণ সহযোগিতা ও অপহরণের মামলা রয়েছে।