ভোলার মদনপুর ইউনিয়নে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়নে পাটালি বাজারে বাহার ও বিল্লাল এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলা চলছিল। খেলার এক পর্যায়ে সেমিফাইনালে উঠা নিয়ে বাহার ও বিল্লাল এই দুই দলের পয়েন্ট নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথাকাটা কাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় মাঠে থাকা অন্যরা তাদের থামাতে গেলে তাদের ওপর চড়াও হয় দুই গ্রুপ। বিল্লালের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়।