মাদারীপুরের ডাসারে সরকারি জায়গায় গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় সাত দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেছে উপজেলা নির্বাহী অফিসার।
বুধবার দুপুরে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার হাইওয়ে রোড সংলগ্ন সরকারি খাস জমিতে ৭টি নির্মাণাধীন দোকান উচ্ছেদ করেন ডাসার উপজেলা প্রশাসন। অবৈধ উচ্ছেদ অভিযানকালে উপস্থিত ছিলেন ডাসার থানা পুলিশ, উপজেলা আনসার সদস্য, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন জানান, ভাঙ্গা ব্রিজ এলাকায় সরকারি তফসিলভুক্ত খাস জায়গায় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে ৭টি দোকান নির্মাণ করলে খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণাধীন দোকানগুলো ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি দখল মুক্ত করা হয়েছে।