সুন্দরবনের গহীনের ফাঁদ পেতে হরিণ ধরার সময় অভিযান চালিয়ে পাঁচ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরকালি এলাকার সালোয়ার খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধানচন্দ্র বিশ্বাস, সুমন্ত ও মন্টু। তাদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা এলাকায়।
সুন্দরবন বন বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের চরখালী এলাকার ছালুয়ার খালে বগী স্টেশন ও চরখালী টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ অভিযানে একটি ট্রলারসহ পাঁব শিকারিকে আটক করে। পরে আটকদের স্বীকারোক্তিতে বনের গহীনে পেতে রাখা নাইলনের সুতা দিয়ে তৈরি বিপুল পরিমান হরিণ ধরা ফাঁদ উদ্ধার করা হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. আব্দুস ছবুর জানান, আটক শিকারীদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বুধবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।