পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সন নির্বাচনে প্রভাব বিস্তার ও ভোটারদের কেন্দ্রে আসতে বাধা সহ বিভিন্ন অভিযোগ আনার ফলাফল বর্জন করেছে জামাত ইসলামের আইনজীবী ফোরাম কাউন্সিল। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনঃনির্বাচনের দাবি জানান তারা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভোট গণনা চলাকালে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে ভোট ও ফলাফল বর্জন করেন তারা। সংবাদ সম্মেলনে ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও সভাপতি পদের প্রতিদ্বন্দী প্রার্থী এডভোকেট নাজমুল আহসান।
ভোটকেন্দ্রে ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দিয়েছে বিএনপি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ভোটারদের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
জামায়াতের আমীর ও সভাপতি পদের প্রতিদ্বন্দী প্রার্থী এডভোকেট নাজমুল আহসান বলেন, যে ভোটের অধিকারের জন্য এত মানুষের প্রাণ গেল, এত মানুষ পঙ্গু হলো, সেই ভোটের অধিকারই আমরা পাইলাম না। আমরা ভোটের সুষ্ঠ অধিকার চাই।