কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে নির্মিত স্মৃতিফলক উন্মোচন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর চেকপোস্ট এলাকায় স্মৃতিফলক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সিনিয়র কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর সিনহার মা।
উদ্বোধনী অনুষ্ঠানে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সেনাপ্রধান। সেই সাথে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যথাযথ আইন অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিতকল্পে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
২০২০ সালের ৩১ জুলাই রাত ৯টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।