বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছি। প্রতিহিংসা নয় ভালোবাসায় দেশ গড়তে হবে। বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতেন নানা চক্রান্ত চলছে। তাই ক্ষুদ্র সংকীর্ণতা বলে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমি বিশ্বাস করি আপনারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরও উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।