বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে বন্ধ হওয়া ১৪ টি কারখানার কর্মীদের পাওনা পরিষদের ৫২৫ কোটি টাকা যোগাড় হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেড জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ নিয়ে কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, এর মধ্যে অর্থ বিভাগের ব্যয় খাত থেকে ৩২৫ কোটি ৪৬ লাখ টাকা ও শ্রম মন্ত্রণালয় থেকে ঋণ হিসেবে ২০০ কোটি টাকা দেয়া হবে। এই টাকা থেকে ৩১ হাজার ৬৬৯ জন শ্রমিক ও এক হাজার ৫৬৫ জন কর্মকর্তার পাওনা পরিশোধ করা হবে। আগামী ৯ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হবে। এসময় বেক্সিমকোর চাকরি হারানো কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।