রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল ২৮ ফেব্রুয়ারি একটি সভা আহবান করা হয়েছে। সবাই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে। এদিকে একই দিনে একই মাঠে পাল্টা সভা করার ঘোষণা উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ গ্রুপের আড়াইসিধা ইউনিয়নের।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে বিএনপির দু’গ্রুপের সভা করার অনুমতির আবেদন থেকে দেখা যায়, রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক দল উপজেলার আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৮ ফেব্রুয়ারি একটি সভা করার অনুমতি চেয়ে ১০ ফেব্রুয়ারি আবেদন করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল বিপ্লব। আবেদনে শান্তিপূর্ণভাবে সভা করার বিষয়ে বলা হয়। আবেদনে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আড়াইসিধা কাদির ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অনুলিপি দেয়া হয়। এই সভায় বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
অন্যদিকে, এই আবেদনের ১০ দিন পরে একইদিনে ও একই স্থানে ২০ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়ন বিএনপির কর্মী সভা আহ্বান করে আরেকটি আবেদন করে আড়াইসিধা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া।