গাজা উপত্যকার কৌশলগত করিডোর থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। যুদ্ধ বিরোধী চুক্তি অনুযায়ী তাদের করিডোর থেকে সেনা প্রত্যাহারের কথা রয়েছে। কিন্তু এখন তারা সৈন্য সরাতে রাজি নয়। বৃহস্পতিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর ফলে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতির মধ্য পালন করা মিশরের সঙ্গে আবার নতুন করে সংকট দেখা দিতে পারে।
হামাস চার জিম্মিকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পায় ৬০০ ফিলিস্তিনি। তাদের মুক্তির ঘণ্টা খানেক পরই ইসরায়েলি কর্মকর্তা এমন কথা জানালেন। এই সপ্তাহের মধ্যেই ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধ বিরতির প্রথম ধাপ শেষ হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। কিন্তু পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে দ্বিতীয় ধাপের আলোচনা কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (০১ মার্চ) ফিলাডেলফিয়া করিডোর থেকে ইসরায়েলি সৈন্য সরে যাওয়ার কথা ছিল। আগামী ৮ দিনের মধ্যে সৈন্য সরানোর চুক্তি ছিল।