রাজধানীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ডাকাত, ৩২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৬ জন চাঁদাবাজ, ১৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি, ৪১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
এছাড়াও অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ৫টি চাকু ছাড়াও একটি ছুরি, একটি বাটাল, একটি প্রাইভেটকার, একটি স্কুটি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি ওয়াকিটকি, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ডসহ ৬টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ১৪ হাজার ৯১৩ পিস ইয়াবা, এক কেজি ৬৬০ গ্রাম গাঁজা, এক লিটার দেশি মদ ও ৪ দশমিক ৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।