যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রায় একদশকে প্রথমবার হামে আক্রান্ত হয়ে একজন মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যের অন্তত ১০টি কাউন্টিতে ছড়িয়েছে তীব্র সংক্রামক এই রোগ। টেক্সাস থেকে ছড়িয়ে পড়া রোগটি এখন আতঙ্ক ছড়াচ্ছে নিউ মেক্সিকোতেও। দুই অঙ্গরাজ্যে ১৩০ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছে হামে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হামে আক্রান্ত ব্যক্তিদের উচ্চ জ্বর, চোখ লাল, নাক বন্ধ, কাশির মতো উপসর্গ দেখা যায়। পাশাপাশি মুখমন্ডল থেকে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে পুরো শরীরে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ানো রোগটিতে বেশি আক্রান্ত হয় শিশুরা।
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এখন পর্যন্ত দু’জন মারা গেছে। যদিও বিস্তারিত আর কোনো তথ্য দেননি তিনি। কেনেডি জুনিয়রের দাবি, হামের এই প্রাদুর্ভাব যুক্তরাষ্ট্রে নতুন নয়।