টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে সিধ কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুশারিয়া গ্রামে এসব ঘটনা ঘটে। গ্রামবাসী জানায় চুরি ডাকাতের আতঙ্কে তারা রাতে ঘুমাতে পারে না। রাতে চলাফেরা করাও তারা বন্ধ করে দিয়েছে। যারা অটো রিক্সা চালায় জীবন নির্ভর করে তারা সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসে।
ভুক্তভোগী মোহাম্মদ ইয়াসিন আলী জানান তার বাড়িতে সিধ কেটে একটি মোবাইল নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়াও গত ১ সপ্তাহ আগে তার অটো রিক্সা চুরি হয়ে যায়। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা।
মো. মজিবর নামে এক ব্যক্তি জানান, তার বাড়িতেও একই দিনে চুরির ঘটনা ঘটে। তার বাসা থেকে নগদ ৪০ হাজার টাকা নিয়ে গেছে।
একই গ্রামের বাসিন্দা মো. জুয়েল মিয়ার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। তার বাড়ি থেকে স্বর্ণ, নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।