শিরোনাম:
মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন

ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় মিত্ররা

প্রতিনিধির / ১১ বার
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে ভোলডেমির জেলেনস্কির অপদস্থ হওয়ার ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় ,তখন ইউক্রেনের পশে দাঁড়িয়েছে ইউরোপে মিত্ররা। জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, আরো বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামাজিক যোগাযোগমাধ্যমে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে জেলেনস্কির প্রতি। শুধু ইউরোপ নয়, ইউক্রেনের সাথে থাকার ঘোষণা দিয়েছে কানাডা-অস্ট্রেলিয়াও।

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের কাছে অপমানিত হওয়ার পর জেলেনস্কিকে সমর্থন জানাতে ওয়াসিংটনে তার হোটেলের সামনে জড়ো হয়েছিলেন সমর্থকেরা। ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার ও রাষ্ট্রপ্রধানরাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেয়া পোষ্টে ইউক্রেনের পাশে দাঁড়ানোয় সকলকে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। কিয়েভের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন পর্তুগাল ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। স্পেন, ডেনমার্ক, লাতভিয়া, স্লোভাকিয়া ও পোল্যান্ডের নেতারাও দাঁড়িয়েছেন পাশে।

ইউরোপের বাইরেও ইউক্রেনের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। অনেক মার্কিন রাজনীতিবিদও সাফাই গাইছেন জেলেনস্কির পক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ