সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে বয়স ৩৮ চাঁদাবাজি ও অপহরণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। গ্রেপ্তার জয়দীপ নগরের দাঁড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার জয়দীপ চৌধুরীর নেতৃত্বে নগরের জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়াকে (৫০) অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে যাওয়া হয়। এরপর ছুরি দিয়ে ভয় দেখিয়ে তার কাছ থেকে সাড়ে ১৬ হাজার টাকা চাঁদা আদায় এবং আরও ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে মারধর করা হয়। এ ঘটনায় হকার কাজল মিয়া বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় জয়দীপসহ ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়।