মাদারীপুরের কালকেনি উপজেলায় তিন খুনের ঘটনায় মামলার বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ছোট ভাই রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেল তিনটার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। তিনি জানান, গত বছরের ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুমনের নেতৃত্বে বাঁশগাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদারের ওপর হামলা চালানো হয়। এ সময় তারা ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় পৃথক তিনটি হত্যা মামলা হয়েছে।