গেল চার বছর ধরে কচুরিপানা ও আবর্জনা পরিপূর্ণ ছিল কিমাডাঙ্গা টুংগীপাড়া খাল। এতে পানি প্রবাহ বন্ধ হয়ে পচে যাওয়ায় দুর্গম দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছিল কয়েক গ্রামের মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লীরা। কারণ ওই খালপাড়ের আশেপাশে রয়েছে অন্তত দশটি মসজিদ। সাধারণ মানুষ ও মুসল্লিদের ভোগান্তির কথা চিন্তা করে চার বছর পর গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া খালের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে।
রোববার গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালের দুই কিলোমিটার এলাকার কচুরিপানা ও আবর্জনা পরিষ্কার করে টুঙ্গিপাড়া পৌরসভা কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া খালটির সঙ্গে বাঘিয়ার নদীর সংযোগ রয়েছে। নদী থেকে কচুরিপানা ও আবর্জনা খালে ঢুকে জমাট বেঁধে ছিল দীর্ঘদিন। তাই ব্যবহারের অনুপোযোগী হয়ে পরে খালটি। পানি কালো হওয়ায় গোসল করা দূরের কথা আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিরাও খালটি থেকে অজু করতে পারতো না। এ ছাড়া খালপাড়ের কয়েক গ্রামের মহিলারা থালা বাসন ধোঁয়ার কাজ করতে পারতো না।