জামালপুর বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো ৩ জন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। তাৎক্ষণিক ভাবে কারোরই পরিচয় পাওয়া যাই নি। রবিবার সকালে জামালপুর ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পাশাপাশি বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।