গেল ফেব্রুয়ারি মাসে বৈধ পথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের এসেছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা। সে হিসাবে দৈনিক করে রেমিটেন্স এসেছে ৯ কোটি ডলার বা ১হাজার ১১০ কোটি টাকা। আজ রবিবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য নিশ্চিত করা হয়।
২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে দেশে ১ হাজার ৪৯৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে দেশে এসেছে ১ হাজার ৮৪৯ কোটি মার্কিন ডলার। যা আগের অর্থবছরের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি।