শিরোনাম:
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা

প্রতিনিধির / ১২ বার
আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫

আগাম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে,এর মধ্যেই প্রার্থীরা গণসংযোগ, পথসভা, প্রচার সহ রাজনৈতিক কর্মকান্ড চালাচ্ছে।

এদিকে, প্রার্থী হবার পর থেকে গোপালগঞ্জ-১ আসন (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) থেকে সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্ণেল (অব:) ফারুক খান সংসদ সদস্য নির্বাচিত হন।

গোপালগঞ্জ-২ আসন (সদর-কাশিয়ানীর অপরাংশ) থেকে অ্যাডভোকেট আজমল হোসাইন সরদারকে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনিও প্রার্থী হবার পর থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।

গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) অধ্যাপক রেজাউল করিম জামায়েত ইসলামীর প্রার্থী হচ্ছেন। এ আসান থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ